পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায় জানুন

পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের আর্টিকেলে থেকে। সাথে আরও জানতে পারবেন মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়, ছেলেদের মুখে কালো দাগ কেন হয়, লেবু দিয়ে দাগ দূর করার উপায় সহ

পুরুষের-মুখের-কালো-দাগ-দূর-করার-উপায়

মধু দিয়ে দাগ দূর করার উপায়, মেয়েদের মুখের দাগ দূর করার ফেসওয়াস, ছেলেদের মুখের দাগ দূর করার ফেসওয়াস ও ক্রিম। দাগ নিয়ে চিন্তিত হবার কিছুই নেই, নিয়মিত ত্বকের যত্ন নিলেই ধীরে ধীরে দাগ কমতে শুরু করবে। চলুন তাহলে বিস্তারিত জানুন।

পোস্ট সূচিপত্রঃ পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায়

পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায়

পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায় অনেকেই জানেন না তাদের জন্য আজকের আর্টিকেলটি উপকারে আসবে। চলুন তাহলে জেনে নিন। মূলত বিভিন্ন সমস্যা বা হরমোনাল জনিত সমস্যার জন্য পুরুষের মুখে বিভিন্ন কালো দাগ দেখা দেয়। বিশেষ করে থাইরয়েড হরমোনের কম বেশির কারণে এ ধরনের সমস্যা দেখা দেয়। তাছাড়াও সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে মুখের কালো দাগ পরে।

এছাড়াও অনেকেই ত্বকের যত্ন নিতে চাই না। যার কারণে ত্বকে কালো দাগ পরে। বিশেষ করে ব্রণ দেখা দেয়। যার কারণে কালো দাগ গুলোর সৃষ্টি হয়। যা দেখতে খুবই বাজে লাগে। কিন্তু মুখের কালো দাগ দূর করার উপায় গুলো যদি আপনার জানা থাকে। তবে খুব সহজেই আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। হরমোনার ভারসাম্য ঠিক রাখার জন্য ভালো কোন স্কিন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

এছাড়াও নিয়মিত ত্বকের যত্ন নিতে পারেন এবং রোদে যাবার আগে অবশ্যই মুখে সানস্ক্রিম লাগাতে পারেন। এগুলোর মাধ্যমে আপনার স্কিনকে কালো দাগ পড়ার হাত থেকে রক্ষা করতে পারেন। তাছাড়াও সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার। খাওয়া-দাওয়ার দিকে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন।

পুরুষের মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

পুরুষের মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় গুলো সম্পর্কে এবার জেনে নিন। ঘরোয়া উপায় গুলো যদি আপনার জানা থাকে। তবে খুব সহজেই কিছু উপকরণ ব্যবহার করে। মুখের কালো দাগ দূর করতে পারবেন। এতে ত্বক সুন্দর হবে এবং দাগও দূর হবে। ঘরোয়া ভাবে মুখের কালো দাগ দূর করতে যেগুলো ব্যবহার করতে পারেন। সেগুলো চলেন দেখে নিন।

লেবুঃ মুখের দাগ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে লেবু ব্যবহার করতে পারেন। এক চামচ লেবু ও সামান্য দই একসাথে মিশিয়ে মুখে লাগাতে পারেন।

হলুদঃ মুখের কালো দাগ দূর করতে কাঁচা হলুদ খুবই উপকারী। চাইলে আপনি নিয়মিত কাঁচা হলুদ লাগাতে পারেন।

আলুঃ মুখের কালো দাগ দূর করতে আলুর রস খুবই কার্যকারী। এক চামচ পরিমাণ আলুর রস এবং কিছুটা মধু একসাথে মিশিয়ে মুখে লাগাতে পারেন। এটি কালো দাগ দূর করতে সাহায্য করবে।

অ্যালোভেরাঃ মুখের কালো দাগ দূর করতে এ্যালোভেরা খুবই কার্যকরী। তাছাড়াও ত্বক সুন্দর কোমল করতে এ্যালোভেরা খুবই সাহায্য করে।

টমেটোঃ মুখের কালো দাগ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে টমেটো খুবই উপকারী। চাইলে টমেটো পেস্ট করে মুখে লাগাতে পারেন মুখে কালো দাগ দূর করতে সাহায্য করবে এবং ত্বক সুন্দর করবে।

পেঁপেঃ মুখের কালো দাগ দূর করতে পেঁপের সাথে সামান্য লেবুর রস দিয়ে প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিটের মত রেখে ধুয়ে নিবেন মুখের দাগ দূর করতে খুবই কার্যকারী।

মধু রূপচর্চায় মধুর ঘন বিকল্পনে এছাড়াও পুরুষের মুখের কালো দাগ দূর করতে মধু কবি কার্যকারী মুখের কালো দাগ বা ব্রনের দাগ দূর করতে নিয়মিত মধু লাগাইতে পারে

ডিমঃ মুখের কালো দাগ দূর করতে ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা ত্বক উজ্জ্বল করতে ও কালো দাগ দূর করতে সাহায্য করে।

দারুচিনি ও গোলাপজলঃ  দারুচিনি ও গোলাপজল মুখের বিভিন্ন ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করে। ব্রণের কালো দাগ, রোদে পোড়া কালো দাগ দূর করতে অনেক সাহায্য করে। দারুচিনি গুঁড়ার  সাথে কিছুটা গোলাপ জল নিয়ে প্যাক বানিয়ে ২০-২৫ মিনিট ত্বকে লাগিয়ে ধুয়ে নিবেন। এটি মুখে কালো দাগ দূর করতে সাহায্য করবে।

নিম পাতাঃ কাঁচা হলুদ ও নিম পাতা বেটে ১০-১২ মিনিট মুখের রেখে পানি দিয়ে ধুয়ে নিবেন। এটি দাগ দূর করতে ও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।

কমলালেবুর খসাঃ মুখ পরিষ্কার করতে ও দাগ দূর করতে আধা চামচ মধু ও এক চামচ কমলালেবুর খোসা পেস্ট একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে নেবেন। এটি দাগ দূর করবে এবং ত্বক সুন্দর রাখতে সাহায্য করবে। 

ডাবের পানিঃ ডাবের পানি দিয়ে বরফ তৈরি করে প্রতিদিন ঘুমানোর আগে মুখে আলতো করে ঘষে নিবেন। এটি ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করবে এবং ত্বকের উজ্জলতা বৃদ্ধি করবে।

ছেলেদের মুখে কালো দাগ কেন হয়

ছেলেদের মুখে কালো দাগ কেন হয় এ সম্পর্কে এবার জেনে নিন। সাধারণত কালো দাগ হওয়ার অনেক গুলো কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে ব্রণ, মুখে যদি অতিরিক্ত ব্রণ হয় তবে ব্রণ থেকে মুখে কালো দাগ দেখা দেয়। এছাড়াও আরও বিভিন্ন কারণে মুখের কালো দাগ দেখা দেয়। তাই কালো দাগ দূর করতে সর্বপ্রথম জানা প্রয়োজন কেন কালো দাগ হয় চলুন তাহলে জেনে নিন।

  • সুর্যের অতিরিক্ত তাপে থাকলে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে মুখে কালো দাগ পরে।
  • হরমোনের তারতম্যের কারণে মুখের কালো দাগ পরে।
  • ত্বকে অতিরিক্ত ব্রণ হলে তা থেকে মুখে কালো দাগ দেখা দেয়।
  • জিনগত বা পারিবারিক কারণেও মুখে কালো দাগ দেখা যায়।
  • অনিয়মিত ঘুম ও অস্বাভাবিক জীবন যাপনের কারণেও মুখের কালো দাগ দেখা যায়। 
  • পুষ্টির অভাবে মুখের কালো দাগ দেখা দিতে পারে।
  • বিভিন্ন ধরনের কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করার কারণেও মুখে কালো দাগ দেখা দিতে পারে।
  • অতিরিক্ত অয়েলি ত্বকের জন্য বিভিন্ন র‍্যাশ বের হয়, যার জন্য কালো দাগ দেখা দেয়।  
  • ত্বকের যত্ন না নেওয়ার কারণেও মুখের কালো দাগ বা ছোপ ছোপ কালো দাগ দেখা দেয়। 

লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায় গুলো জেনে নিন। ত্বকের জন্য লেবু এবং ত্বকের বিভিন্ন কালো দাগ দূর করতে লেবু দারুন কাজ করে। তবে ত্বকের ধরন অনুযায়ী লেবু ব্যবহার করবেন। দাগ দূর করার জন্য এক চামচ লেবুর রস ও এক চামচ খাঁটি মধু একসাথে নিয়ে প্রতিদিন মুখে লাগাবেন। ধীরে ধীরে আপনার কালো দাগ দূর হাতে থাকবে।

পুরুষের-মুখের-কালো-দাগ-দূর-করার-উপায়

লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক এসিড। যা জীবাণু নষ্ট করে এবং ত্বক পরিষ্কার করতে খুবই সাহায্য করে। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। কেননা লেবুতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যা ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে। তাছাড়াও তৈলাক্ত ভাব দূর করতে লেবু খুবই সাহায্য করে। 

বিভিন্ন ধরনের কাটা ছিড়া ও ক্ষত দূর করতে লেবু খুবই কার্যকরী। রূপচর্চায় ত্বকের যত্নে লেবু মধু খুবিই গুরুত্বপূর্ণ উপাদান। কেননা মধুতে রয়েছে প্রচুর এনটিঅক্সিডেন্ট এবং লেবুতে রয়েছে ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে রোদে পড়া দাগ দূর করে। 

মধু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

মধু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায় গুলো জেনে নিন। মধু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। মধুতে রয়েছে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের দাগ দূর করতে খুবই সাহায্য করে। ত্বক সুন্দর করতে মধুকে প্রাকৃতিক মশ্চরাইজার বলা হয়। মধুতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের খারাপ ব্যাকটেরিয়া নষ্ট করে। 

বলিরেখা দূর করে ও ত্বক সুন্দর করে। মধু অনেক সহজলভ্য একটি উপাদান। যা দিয়ে খুব সহজে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারেন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং কালো দাগ দূর করতে মধুর বিকল্প নাই। মধুদের রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, জিংক ইত্যাদি যা কালো দাগ দূর করতে এবং তখন নরম করতে সাহায্য করে। চেষ্টা করবেন খাঁটি মধু সংগ্রহ করার

কেননা এটি ত্বক ফর্সা করতে খুবই সাহায্য করে। তাছাড়াও অয়েলি ত্বকের জন্য মধু খুমি উপকারী। তৈলাক্ত ভাব কমায় ত্বক সুন্দর করে তুলে। মধুর সাথে কাঠ বাদামের গুড়া মুখে লাগিয়ে ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিবেন। এছাড়াও মধু ও কলা দিয়ে পেস্ট বানিয়েও মুখে লাগাতে পারেন। এক চামচ মধু ও একটি কলা নিয়ে মিশিয়ে মুখে লাগাতে পারেন এরপর শুকিয়ে ধুয়ে নিবেন।

ছেলেদের মুখের কালো দাগ দূর করার ফেসওয়াশ

ছেলেদের মুখের কালো দাগ দূর করার ফেসওয়াশ গুলো একটু দেখে নিন। আমরা ইতিমধ্যে পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায় গুলো সম্পর্কে আলোচনা করেছি। মুখের কালো দাগ খুবই একটা বিরক্ত কর বিষয়। মুখের সৌন্দর্য নষ্ট করে দেয় এটা নিয়ে অনেকেই একরকম চিন্তিত থাকেন। তবে অতিরিক্ত মুখে কালো দাগ দেখা দিলে অবশ্যই ভালো স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।

 মুখের কালো দাগ দূর করার জন্য কিছু ফ্রেশওয়াশ ব্যবহার করতে পারেন চলুন দেখে নিন।

  • লরিয়ান মেন এক্সপার্ট হাইড্রা এনার্জেটিক ফেসিয়াল ক্লিনজার (Loreal Men Expert Hydra Energetic  Facial Cleanser)
  • গার্নিয়ার মেন পাওয়ার  হোয়াইট অ্যান্টি-পলিউশন ডাবল অ্যাকশন ফেস ওয়াশ( Garnier Men Power White Anti-pollution Double Action Facewash)
  • নিউট্রোজিনা মেন স্কিন ক্লিয়ারিং একনি ওয়াশ (Neotrogena Men Skin Clearing Acne Wash)
  • গার্নিয়ার ম্যান ইনটেন্স ফ্রেশ ফেসওয়াস (Garnier Men Intense Fresh Face Wash)
  • নিভিয়া অ্যাডভান্স হোয়াইটনিং ডার্ক স্পট রিডাকশন ১০ ইন ১ ফেসওয়াশ (Nivea Advanced Whitening Dark Spot Reduction 10 in 1 Face Wash)

পুরুষের মুখের কালো দাগ দূর করার ক্রিম

পুরুষের মুখের কালো দাগ বিভিন্ন কারণে হয়ে থাকে। বিশেষ করে বাহিরে রোদে পুড়ে বা বিভিন্ন র‍্যাশ, ব্রণ থেকে কালো দাগ পড়তে দেখা যায় বেশি। এগুলো দূর করার জন্য ত্বকের যত্নের কোন বিকল্প নাই। ত্বকের যত্নের জন্য কিছু ভালো মানের ক্রিম ব্যবহার করতে পারেন। পুরুষের মুখের কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কে জেনে নিন। 

নিভিয়া হোয়াইটেনিং  ওয়েল কন্ট্রোল ময়েশ্চারাইজার ফর মেনঃ এই ক্রিমটি মুখের দাগ কমাতে সাহায্য করে। পাশাপাশি ত্বক উজ্জ্বল করে। তবে ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করবেন। 

বেটনোভেট ক্রিমঃ ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করতে বেটনোভেট ক্রিম খুবই কার্যকারী। দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও কোমল করে। 

গার্নিয়ার ম্যানুয়েল ক্লিয়ার ফেয়ারনেস ক্রিমঃ মুখের দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃন করতে সাহায্য করে। 

মেয়েদের মুখের কালো দাগ দূর করার ফেসওয়াশ

মেয়েদের মুখের কালো দাগ দূর করার ফেসওয়াশ গুলো দেখে নিন। তাছাড়াও আমরা ইতিমধ্যে পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায় গুলো সম্পর্কে জেনেছি।  মূলত মুখের কালো দাগ কম বেশি সবারই দেখা যায়। মুখের কাল দাগ দেখতে খুবই বাজে লাগে। এটি সৌন্দর্য নষ্ট করে। বিশেষ করে  অনেক মেয়েরাই এটা নিয়ে অনেক চিন্তায় থাকে।

পুরুষের-মুখের-কালো-দাগ-দূর-করার-উপায়

তবে অতিরিক্ত মুখের কালো দাগ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া মুখে কালো দাগ দূর করার জন্য কিছু ফেসওয়াশ ব্যবহার করতে পারেন সেগুলো দেখে নিন।

  • গার্নিয়ার জনটেল সুথিং ফেসওয়াশ
  • নিউট্রোজেনা অয়েল ফ্রি একনি ওয়াশ
  • গার্নিয়ার লাইট কমপ্লিট 
  • পন্ডস ব্রাইট বিউট
  • ল্যাকমি পারফেক্ট রেডিয়েন্স
  • সেটাফিল জেন্টল স্কিন ক্লিনজার 
  • ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ
  • হিমালয় হার্বালস নিম ফেসওয়াশ

শেষ কথাঃ পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায় 

পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আজকের আর্টিকেলে। সাথে আরও আলোচনা করেছি কালো দাগ দূর করার ফেসওয়াস, কালো দাগ দূর করার ক্রিম, কালো দাগ দূর করার ঘরোয়া উপায়, মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম সহ কালো দাগ কেন হয় এগুলো সম্পর্কে বিস্তারিত। প্রিয় পাঠক আপনারা যারা মুখের কালো দাগ নিয়ে চিন্তিত

তাদের জন্য আজকের আর্টিকেলটি উপকারে আসবে আশা করছি। তবে দাগ নিয়ে চিন্তিত হবার কিছুই নাই। ত্বকের নিয়মিত যত্নের মাধ্যমে খুব সহজেই দূর করা যায় এই ধরনের দাগ। তবে অতিরিক্ত দাগের সমস্যায় ভুগলে অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নিবেন। প্রিয় পাঠক আজকের আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করে ধন্যবাদ। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লানিং টিপস ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url