বাংলা আর্টিকেল লিখার নিয়ম
বাংলা আর্টিকেল লিখার নিয়ম এ আপনার আর্টিকেলটি যদি সহজেই গুগলে র্যাংক করাতে চান। তবে তার আগে অবশ্যই আপনাকে সঠিক ভাবে আর্টিকেল লিখার নিয়ম জানতে হবে। অনেকেই আছেন যারা শুদ্ধ ভাবে সঠিক নিয়মে আর্টিকেল লিখতে পারেন না।
ফলে গুগল এ র্যাংক করা থেকে পিছিয়ে আছেন। মূলত তাদের জন্যই আজকের আর্টিকেলটি।এই আর্টিকেল থেকে জানতে পারবেন বাংলা আর্টিকেল লিখার নিয়ম, আর্টিকেল লিখে ইনকাম, ইনকাম করার সাইট সহ আরও বিস্তারিত বিষয়, চলুন জানি।
পোস্ট সূচিপত্রঃবাংলা আর্টিকেল লিখার নিয়ম
- বাংলা আর্টিকেল কি
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম
- এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল লেখার নিয়ম
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম ১ম ধাপ
- বাংলা আার্টকেল লেখার নিয়ম ২য় ধাপ
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম ৩য় ধাপ
- বাংলা আর্টিকেল লেখার নিয়ম ৪র্থ ধাপ
- আর্টিকেল এ স্কিনশট নেওয়ার নিয়ম
- আর্টিকেল লিখে আয় করার সাইট
- বাংলা আর্টিকেল লিখে টাকা আয়
- বাংলা আর্টিকেল লেখার কৌশল
- শেষ কথাঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল কি
বাংলা আর্টিকেল লিখার নিয়ম জানার আগে। চলুন জেনে নিন বাংলা আর্টিকেল কি। আর্টিকেল হলো কোন একটি নিদিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত প্রয়োজনীয় তথ্য নিয়ে লেখালেখি করা। যেখানে এসে পাঠকগন খুব সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নিতে পারে । আর বাংলা আর্টিকেল হলো বাংলা ভাষা ব্যবহার করে সুন্দর করে সহজ ভাষায় তথ্য যোগ করে আর্টিকেল লেখা।
আর্টিকেল আবার অনেক ধরনের হতে পারে যেমনঃ মতামত ভিত্তিক, তথ্যপূর্ণ, বিশ্লেষণধর্মী, বিনোদন ইত্যাদি। তবে আর্টিকেল লেখার সময় চেষ্টা করবেন যেন আর্টিকেলটির ভাষা সহজ হয়। এতে পাঠকগন আপনার আর্টিকেলটি সহজেই বুঝবে এবং পড়তে মজা পাবে। অনলাইন ইনকাম এর দিক থেকে বাংলা আর্টিকেল একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে।
তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন ভিত্তিক হয়ে দাঁড়িয়েছে এখন সব কিছু। তাই অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে ভালো বাংলা আর্টিকেল রাইটারের চাহিদা ব্যাপক হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক ফ্রিল্যান্সার এখন তাদের ফ্রিল্যান্সিং পথ টা বাংলা আর্টিকেল রাইটিং দিয়ে শুরু করছে। তাহলে চলুন এবার বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে নিই।
বাংলা আর্টিকেল লিখার নিয়ম
বাংলা আর্টিকেল লিখার নিয়ম এর প্রথমেই বলি,আর্টিকেল কি বুজছেন তো কিন্তু এই আর্টিকেল লিখবেন কোথায়, চলুন এটা জেনে নিন। আপনার ওয়েবসাইট এর পেজ এ গিয়ে আপনাকে আর্টিকেল লিখতে হবে। ওই খান থেকেই আপনি আর্টিকেল লিখা শুরু থেকে শেষ পযন্ত সম্পূর্ণ কাজ নিয়ম অনুসারে করে তারপর পাবলিশ করতে পারবেন।আশা করছি বুঝেছেন এবার চলুন বাকি কাজ গুলো সম্পর্কে একটু জেনে নিন।
একটি পরিপূর্ণ আর্টিকেল লেখার জন্য আর্টিকেল লেখার নিয়ম জানাটা খুব গুরুত্বপূর্ণ।আপনি যদি সঠিক নিয়ম মেনে বাংলা আর্টিকেল লিখতে পারেন। তবে আপনার আর্টিকেলটি মানসম্মত হবে। সঠিক নিয়ম মেনে আর্টিকেল লিখতে জানলে খুব সহজেই আপনার আর্টিকেলটি গুগলে র্যাংক করাতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তাছাড়া সঠিক নিয়ম না মেনে আর্টিকেল লিখে আপনি কোন দিনই সাফল্য পাবেন না।
আপনাদের বেসিক কিছু বিষয় বাংলা আর্টিকেল লেখার নিয়ম এর মধ্যে জানিয়েছে এবং এগুলো নিয়ে বিস্তারিত সুন্দর করে গুছিয়ে এসইও বাংলা আর্টিকেল লেখার নিয়ম এর মধ্যে আলোচনা করেছি তাই পুরো আর্টিকেল টি মনযোগ সহকারে পড়ুন এবং বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো জানুন। চলুন এবার বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো দেখি।
বিষয় বা কিওয়ার্ড রিসার্চ করাঃ একটি আর্টিকেল লেখার জন্য কোন বিষয় বা কিওয়ার্ড বাছাই করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই কন্টেন্ট লেখার আগে কোন একটি বিষয় নির্ধারণ করতে হবে। যে বিষয় টা নিয়ে লিখতে চাইছেন সেই বিষয় টার উপর কিওয়ার্ড গুগলে রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ এর জন্য অনেক রকম প্রিমিয়াম টুলস বা ফ্রি টুলস রয়েছে। নতুন অবস্থায় আপনি ফ্রি টুলস কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। আপনার সুবিধার্থে কয়েকটি ফ্রি টুলস গুলোর নাম দেওয়া হলো-
Ahrefs
ubersuggest
Keywordtoolio
Google keyword planner
এই টুলস গুলো সহজেই ব্যবহার করে সঠিক কিওয়ার্ড বাছাই করতে পারবেন। মনে রাখবেন গুগলে আপনার আর্টিকেলটি র্যাংক করানোর জন্য কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ।
ফোকাস কিওয়ার্ড ব্যবহার করাঃ ফোকাস কিওয়ার্ড হলো আপনি আর্টিকেলটি যে বিষয়বস্তুর উপর ভিত্তি করে লেখালেখি করবেন। ফোকাস কিওয়ার্ড হলো একটি শিরোনাম বা টাইটেল। প্রাইমারি ও সেকেন্ডারি এই দুই ধরনের ফোকাস কিওয়ার্ড হয়।
টাইটেল নির্বাচন করাঃ টাইটেল নির্বাচনের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। একটি ভালো আর্টিকেল লেখার জন্য একটি টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। টাইটেল সম্পর্কে বা এর নিয়ম নিচে আলোচনা করেছি।
মেটা ডিসক্রিপশন ফোকাস কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ডঃ বাংলা আর্টিকেলে ফোকাস কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড অবশ্যই মেটা ডিসক্রিপশনে রাখতে হবে।
ফোকাস কিওয়ার্ড সম্পুর্ণ পোস্ট জুড়ে ব্যবহারঃ আপনার আর্টিকেল এর মধ্যে ফোকাস কিওয়ার্ড ৮ বার লিখতে হবে।সম্পুর্ণ আর্টিকেল জুড়ে যেন ফোকাস কিওয়ার্ড ৮ বার লিখা থাকে এটা দেখবেন।
সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড ব্যবহারঃ এসইও ফ্রেন্ডলি আর্টিকেল এর জন্য পুরো আর্টিকেল জুড়ে সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড কমপক্ষে ২ বার থাকা লাগবে। দুই বারের থেকে কম,বেশি লেখা যাবে না।
পোস্ট সূচিপত্র তৈরি করাঃআর্টিকেলটি যে টপিক এর উপর ভিত্তি করে লেখালেখি করবেন তার উপর একটি পোস্ট সূচিপত্র তৈরি করা লাগবে। এতে পাঠকরা খুব সহজেই তাদের প্রয়োজন মতো তথ্য জানতে পারবে।
লেখার কৌশলঃ আপনার আর্টিকেল লেখার ভাষা যেন সহজ বোধগম্য হয় এবং আপনার লেখা হতে হবে স্পষ্ট ও উপযুক্ত।
প্রমাণ সহকারে তথ্য প্রদান করাঃ আপনি যে বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন চেষ্টা করবেন সঠিক তথ্যবহুল প্রমাণ যুক্ত করে দেওয়ার, এতে আপনার লেখা পড়তে পাঠকের আগ্রহ বাড়বে।
সংক্ষেপণ এবং পরিষ্কারতাঃ যে বিষয় নিয়ে বাংলা আর্টিকেল লিখবেন চেষ্টা করবেন যেন সংক্ষেপে প্রয়োজনীয় বিষয়গুলো লিখতে পারেন। এতে পাঠকরা আপনার লেখাটি পড়তে পছন্দ করবে। আর লেখার গুলো যেন অবশ্যই পরিস্কার হয় সেইটা দেখবেন।
লেখার মধ্যে ধারণা প্রকাশ করাঃ আপনার লেখার মধ্যে কিছু ধারণা শেয়ার করবেন।এতে আপনার লেখাটি স্বাভাবিক লাগবে এবং লেখাটি পরিপূর্ণতা পাবে।
ভুল সংশোধনঃ আপনার আর্টিকেলটি লেখার শেষ এ কয়েকবার পড়ে নিবেন এবং কোন ভুল থাকলে টা দূর করবেন এতে আপনার আর্টিকেলটির মান বজায় থাকবে।বানান ভুল থাকলে পাঠকগণ আপনার লেখাটি পড়তে বিরক্ত হবে।
আর্টিকেলে পয়েন্ট ব্যবহার করাঃ আর্টিকেল লেখার সময় চেষ্টা করবেন সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে লিখতে। প্রতিটি পয়েন্টে আলাদা আলাদা ধারণা দিবেন। এইভাবে লিখলে আপনার লেখা টি সুন্দর লাগবে।
এসইও ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল লিখার নিয়ম
কোনো বিষয় কে সুন্দর করে উপস্থাপন করার জন্য সুন্দর করে গুছিয়ে লিখাটা খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর করে লিখার মাধ্যমেই কোনো বিষয় নিয়ে লেখাটি পরিপূর্ণতা প্রকাশ পায়।যারা নতুন তারা সহজেই বুঝবে না এসইও ফ্রেন্ডলি আর্টিকেল সম্পর্কে, তাই নতুন দের জন্য এই লেখা টা কাজে দিবে। আপনার আর্টিকেল গুগলে র্যাংক করানোর জন্য এসইও ফ্রেন্ডলি আর্টিকেলটি লেখার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ।
আপনার আর্টিকেলটি যদি এসইও না করা হয়, তো আপনার লেখাটি গুগলে র্যাংক করাতে পারবেন না। seo অথাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুগলে কোন লেখা বা আর্টিকেল র্যাংক করানোর জন্য এটা লাগবেই।বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলোতে বেসিক ধারণা পেয়েছেন। চলুন এবার এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার সম্পূর্ণ নিয়ম গুলো সম্পর্কে বিস্তারিত জানি।
বাংলা আর্টিকেল লিখার নিয়ম ১ম ধাপ
উপরে বাংলা আর্টিকেল লিখার নিয়ম কিছু টা আলোচনা করেছি, তবে এখন আরও বিস্তারিত গুছিয়ে আপনাদের জানানোর চেষ্টা করেছি।মনোযোগ দিয়ে পুরো আর্টিকেলটি পড়ুন তবেই বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো ভালো করে বুঝতে পারবেন, চলুন দেখে নিন।
ফোকাস কিওয়ার্ড নির্বাচন
আর্টিকেল লেখার নিয়মের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোকাস কিওয়ার্ড নির্বাচন। ফোকাস কিওয়ার্ড এর চাহিদা আপনার যত বেশি থাকবে। আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন এর মাধ্যমে আর্টিকেলের ভিজিটর গুলোর সংখ্যা তত বাড়বে। তবে মনে রাখবেন ফোকাস কিওয়ার্ড এর ক্ষেত্রে পাঠকগণ গুগলে কোন বিষয় বেশি সার্চ করতেছে সেগুলো নির্বাচন করতে হবে।
তাই ফোকাস কিওয়ার্ড হিসেবে গুগলে বেশি কোন বিষয় সার্চ হচ্ছে এমন টপিক নির্বাচন করুণ ২ থেকে ৩ টা।পাঠকগণ কোন বিষয়ে বেশি সার্চ করছে এগুলো আপনি বিভিন্ন টুল এর মাধ্যমে জানতে পারবেন। এরপর আপনি যে ফোকাস কিওয়ার্ড নির্বাচন করবেন সেটি যেন আপনার আর্টিকেলের মধ্যে বেশ কয়েকবার থাকে।
চেষ্টা করবেন কমপক্ষে দুই শত শব্দের আর্টিকেলের মধ্যে ১ বার কিওয়ার্ডটি রাখুন।তবে আর্টিকেল যদি তিন শত থেকে চার শত শব্দের হয় তাহলে ১০০ শব্দের মাঝে ১ বার রাখুন। মনে রাখবেন ভিজিটর ধরে রাখতে হলে এই বিষয় গুলো মাথায় রাখতে হবে। তবেই ভালো রাইটার হতে পারবেন।
আকর্ষনীয় টাইটেল নির্বাচন
বাংলা আর্টিকেল লেখার নিয়ম এর জন্য টাইটেল নির্বাচন বিষয় টা খুবই গুরুত্বপূর্ণ। এমন টাইটেল বা শিরোনাম দেওয়ার চেষ্টা করবেন যেন সেইটা পাঠকগন পছন্দ করে। টাইটেলটি যেন দৃষ্টিনন্দন হয় এবং অবশ্যই যেন ফোকাস কিওয়ার্ড সমৃদ্ধ হয়। পোস্ট শিরোনাম বা টাইটেল ৫ থেকে ৮ শব্দের মধ্যে হতে হবে। পোস্ট টাইটেল সর্বচ্চো ৬০ ক্যারেক্টার এর মধ্যে রাখতে হবে। টাইটেলটি আকর্ষনীয় বা লোভনীয় করতে হবে এবং ১০ থেকে ২০টি কার্যকারি গোপনীয় বিষয় বা টিপস দিতে হবে।
ভূমিকা বাটন নির্বাচন
বাংলা আর্টিকেল লেখার নিয়ম এর জন্য পোস্টের শুরুতেই একটি ভূমিকা বাটন বানাতে হবে। ভূমিকা বাটনটা হবে এমন, আপনি যে বিষয় বা টপিক নিয়ে লিখবেন উক্ত পোস্ট রিলেটেড অন্য আরেকটি পোস্টের ফোকাস কিওয়ার্ড বসিয়ে লিংক করতে হবে। এবং বাটনের মধ্যে ফোকাস কিওয়ার্ড সর্বোচ্চ ৬ টি শব্দের মধ্যে রাখা যাবে।
মেটা ডেসক্রিপশন
পোস্টের ভূমিকা বা মেটা ডেসক্রিপশন মোট ৪ লাইন লিখতে হবে। ভূমিকা বাটনের নিচে দুই লাইন এবং feature image উপরে ২ লাইন।মানে ২ লাইন লিখা, তারপর image তারপর আরও ২ লাইন লিখা ব্যাস। সূচিপত্রের উপরে রাখবেন এটা।৪ লাইন ভূমিকা এমন গুরুত্বপূর্ণ বিষয় গুলো রাখার চেষ্টা করবেন যেন পাঠক খুব সহজেই ভূমিকা দেখেই বুঝতে পারে পুরো আর্টিকেল জুড়ে কি কি তথ্য আছে।
পেজ সূচিপত্র
পেজ সূচিপত্র ফোকাস কিওয়ার্ড এর নিচে সর্বনিম্ন দশটা h২ ব্যবহার করতে হবে। আবশ্যই এগুলো ম্যানুয়ার বানাতে হবে। চাইলে আপনি আপনার পছন্দ মতো আরও h২ রাখতে পারেন। তবে ১০ টার নিচে না দেওয়ার চেষ্টা করবেন।
বাংলা আার্টকেল লিখার নিয়ম ২য় ধাপ
বাংলা আর্টিকেল লেখার নিয়ম এর ২য় ধাপ এ বিশেষ কিছু প্রয়োজনীয় বিষয় গুলোর নিয়ম নিয়ে আলোচনা করবো। এই আলোচনার মধ্যে থাকবে বাংলা আর্টিকেলের অভ্যন্তরে বা ভিতরের বিশেষ কিছু প্রয়োজনীয় বা করণীয় কাজ সমূহ যা আপনার আর্টিকেলটি কে গুগলে র্যাংক করাতে সাহায্য করবে। বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো মেনে সুন্দর করে যদি আপনি আপনার লেখা উপস্থাপন করতে পারেন তো আপনি খুব সহজেই সাফল্য পাবেন।
ফিচার ইমেজ যুক্ত করা
আপনি যে বিষয়ের উপর আর্টিকেল লিখেছেন সে টপিক এর উপর মানানসই ছবি ডিজাইন করুণ বা ছবি যুক্ত করুণ। তবে ফিচার ইমেজ যুক্ত করার কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনাকে মেনে তারপর ইমেজ যুক্ত করতে পারবেন। বাংলা আর্টিকেল এর মধ্যে ফিচার ইমেজ গুরুত্বপূর্ণ বিষয়। এটি আপনার পোস্টটিকে আকর্ষণীয় লুক দিতে সাহায্য করবে
এবং পাঠকগন ইমপ্রেস হয়ে পুরো আর্টিকেলটি পড়ার চেষ্টা করবে বা পড়ার আগ্রহ বাড়বে। পুরো পোস্টে ৩ জায়গায় ছবি যুক্ত করতে হবে।
- ভূমিকা বাটনে মেটা ডেসক্রিপশন ২ লাইন এর পর ১ টা ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
- তারপর ৪ নাম্বার হেডিং এ গিয়ে ২ য় ইমেজ যুক্ত করতে হবে।
- তারপর ৮ নাম্বার হেডিং এ গিয়ে ৩ য় ইমেজ যুক্ত করতে হবে।তবে মনে রাখবেন প্রতিটি ইমেজ যেন বিষয়ভিত্তিক হয়।
কপিরাইট এড়িয়ে চলা
আর্টিকেল লেখার নিয়ম এর মধ্যে কপিরাইট মুক্ত হলো আরেকটি অন্যতম বিষয়। আপনার আর্টিকেলটি যেন কপিমুক্ত থাকে সেদিকে নজর দিবেন। অনেক সময় অনেকে কি করে সরাসরি গুগল থেকে ছবি ডাউনলোড দিয়ে নিজের আর্টিকেলের সাথে সংযুক্ত করে দেয়। এতে কি হয় যাদের ছবি ব্যবহার করছে তারা হয়তো এটি ব্যবহারের নির্দেশ দেয়নি এগুলোর অনেক সমস্যা হয়
তাই এই সব ইমেজ ব্যবহার করার থেকে বিরত থাকুন। গুগল থেকে ছবি ব্যবহার করলে যেগুলো "ক্রিয়েটিভ কমন লাইসেন্স " দেওয়া আছে সেগুলো ব্যবহার করুন অথবা নিজের ওঠানো ছবি ব্যবহার করুন। বা নিজের ডিজাইন ইমেজ তৈরি করুন। লেখালেখি ক্ষেত্রে একদমই কপি করবেন না।
অন্য কোন ওয়েবসাইট বা অন্য কোন জায়গা থেকে কপি করবেন না।পুরো আর্টিকেলটি নিজে লিখবেন। মনে রাখবেন নিজে না লিখে কপি করলে আপনার আর্টকেলটি বাতিল হবে।লেখালেখির জন্য নিজের ওয়েবসাইট এর পেজ এ লিখবেন। অন্য কোন জায়গায় লিখে কপি করে বসাবেন না।
লাইন গ্যাপ দিয়ে আর্টিকেল লেখা
আর্টিকেল লেখার মধ্যে লাইন গ্যাপ দিয়ে লিখলে যেমন দেখতে সুন্দর ও স্পষ্ট লাগে ঠিক তেমনি পাঠকদের পড়তে বিরক্ত লাগে না।আমি নিজেও অতিরিক্ত এবং অস্পষ্ট লেখা পড়তে বিরক্তবোধ করি। বাংলা আর্টিকেল এর প্রতিটি h২ তে ৫ থেকে ৮ শব্দ রাখতে হবে এবং প্রতিটি h২ এর নিচে সর্বচ্চো ৫ থেকে ৬ টা প্যারা ব্যবহার করতে হবে। তাছাড়াও প্রতিটি h২ এর নিচে সর্বনিম্ন ২ টা প্যারা রাখতে হবে। প্রতিটি প্যারার লাইন ৩ থেকে ৩.৫ এর মধ্যে লিখা যাবে।
আর্টিকেল ফরমেট
আপনার আর্টিকেল লেখা সম্পন্ন হলে লেখা গুলোকে ফরমেট করতে হবে। ফরমেট মানে পুরো লেখা গুলো সিলেক্ট করে জাস্টিফাই করে নিতে হবে এবং অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। ফরমেট করলে আর্টিকেল এর লেখা গুলো সমান হয় এবং দেখতেও সুন্দর লাগে। এটি অবশ্যই লেখা শেষ করে করতে হবে। ফরমেট করার অপশন আপনি আপনার পোস্ট লিখার পেজ এ পাবেন।
বাংলা আর্টিকেল লেখার নিয়ম ৩য় ধাপ
বাংলা আর্টিকেল লেখার নিয়ম ৩য় ধাপে অনেক গুরুত্বপূর্ণ কাজ ও টিপস রয়েছে। আপনার আর্টিকেলটি কে পরিপূর্ণতা দিতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার আর্টিকেলটিকে গুগলে র্যাংক করাতে খুবই helpful. আপনি যদি প্রতিটি নিয়ম ফলো করেন তো আপনার আর্টিকেলটি গুগলে প্রথম সারিতে রাখতে পারবেন। চলুন বাকি নিয়ম গুলো দেখি।
আরো পড়ুন সেকশন যুক্ত করা
আরো পড়ুন সেকশন টা হলো আপনি যে আর্টিকেলটি লিখবেন তার মধ্যে সেই আর্টিকেল সম্পর্কিত অন্য আরেকটি লেখা পোস্ট আপনার এই আর্টিকেল এর মধ্যে যুক্ত করা ।প্রতি ২ টা h২ পর পর একটি "আরো পড়ুন" সেকশন তৈরি করতে হবে। এতে পাঠকগন আপনার একটি পোস্ট পড়তে এসে আরো অনেক গুলো পোস্ট পড়বে এবং আপনার ওয়েবসাইট এ বেশি সময় দিবে।
তো বুঝতেই পারছেন পাঠক যত সময় আপনার ওয়েবসাইট এ কাটাবে আপনার জন্য ততই ভালো হবে। প্রিয় পাঠক আপনার আরো পড়ুন সেকশন টা আরও ভালো করে বুঝার জন্য আমি নিচে তৈরি করে দিলাম দেখে নিবেন।
আর্টিকেলে আপনি, আমি শব্দের ব্যবহার
কোন পোস্ট লিখার মধ্য আমি, আপনি শব্দ গুলো ব্যবহার বেশি করবেন। এতে করে পাঠকদের মনে হবে আপনি গল্প করছেন তাদের সাথে। আপনার আর্টিকেলটি পড়তেও মজা পাবে তারা। কন্টেন্ট লেখার নিয়ম এর মধ্যে এটি আপনার জন্য সেরা টিপস হতে পারে।
ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক যুক্ত করা
আর্টিকেল এর মধ্যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ টিপস। এতে পাঠক আপনার লেখা আর্টিকেলটি পড়তে পড়তে আরেকটিতে ক্লিক করলে অন্য আরেকটি পেজ এ নিয়ে যাবে। আপনার এসইও ঠিক রাখতে অবশ্যই অফ পেজ বা অন পেজ এসইও জানতে হবে ভালো করে।
এটার জন্য আপনাকে ইন্টারনাল ও এক্সটার্নাল লিংক যুক্ত করা শিখতে হবে এবং যুক্ত করতে হবে। প্রিয় পাঠক আপনার সুবিধার্থে আমি লিংক যুক্ত করে দেখালাম।আমার লিংক এ ক্লিক করুন দেখবেন অন্য পেজ এ আপনাকে নিয়ে যাবে।
বাংলা আর্টিকেল লেখার নিয়ম ৪র্থ ধাপ
নাম্বার ও বুলেট পয়েন্ট ব্যবহার
বুলেট পয়েন্ট ও নাম্বার ব্যবহার করে আপনার আর্টিকেলটি আরও সুন্দর করতে পারবেন। প্রয়োজনীয় ছোট খাটো তথ্য বা টপিক গুলো আপনি চাইলে বুলেট পয়েন্ট ও নাম্বার করে দিতে পারেন। এতে পাঠক খুব সহজেই তথ্য গুলো পড়তে আগ্রহ পাবে। কন্টেন্ট সুন্দর সহজ করে উপস্থাপন করার জন্য বুলেট পয়েন্ট ও নাম্বার ব্যবহার উত্তম। এতে পাঠক দ্রুত বিষয়গুলো বুঝতে পারে। আমি নিজেও এটা পছন্দ করি।
ঠিক ভাবে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা
পুরো আর্টিকেল জুড়ে লেখার মধ্যে ফোকাস কিওয়ার্ড সঠিক ব্যবহার করুন। বাংলা আর্টিকেল লেখা নিয়ম এর মধ্যে এটিও গুরুত্বপূর্ণ বিষয়। কতো বার ফোকাস কিওয়ার্ড ব্যবহার করলেন তা ভালো করে দেখে নিবেন। আপনার আর্টিকেলটি কে গুগলে র্যাংক করানোর জন্য এটিও অনেক সাহায্যে করবে।
রিভিশন করা
এবার আপনার আর্টিকেলটি কে রিভিশন এর পালা।সুন্দর করে পুরো আর্টিকেল টি রিভিশন দিয়ে নিন। এতে আপনি যদি কোন ভুল করে থাকেন তাহলে খুব সহজেই তা বুঝতে পারবেন। কারণ আর্টিকেল লেখার সময় বিভিন্ন বানান ভুল সহ ছোট খাটো আরও অনেক কিছু ভুল হতে পারে, ভুল গুলো সংশোধন করুন। পাবলিশ করার আগে বার বার দেখে নিন কারণ আর্টিকেল এর মধ্যে ভুল থাকলে পাঠকগণ যখন আপনার লেখাটি পড়বে তখন বিরক্ত হতে পারে।
মন্তব্য বা শেষ কথা যুক্ত করা
একটি পরিপূর্ণ আর্টিকেল এর জন্য সর্বশেষ লেখকের মন্তব্য বা শেষ কথা যুক্ত করতে হয়। এর মধ্যে আপনি আপনার আর্টিকেল জুড়ে পুরো বিষয় এর ওপর মতামত বা তথ্য সম্পর্কে ছোট করে ২ টা প্যারার মধ্যে লিখবেন। আর্টিকেল এর শেষ কথা আপনি ২ প্যারার মধ্যে কয়েক লাইনে বুঝানোর চেষ্টা করবেন।
আর্টিকেল এ স্কিনশট নেওয়ার নিয়ম
অনলাইন মার্কেট প্লেসগুলোতে কন্টেন্ট রাইটিং বা বাংলা কন্টেন্ট রাইটিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন অনেকেই কন্টেন্ট রাইটিং জব করে বা নিজের ওয়েবসাইট এ লেখালেখি করে ভালো ইনকাম করছে। আমাদের অনেক সময় কন্টেন্ট রাইটিং এর মধ্যে মাঝে মাঝে কোন গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক স্কিনশট নেওয়া লাগে।
এই ক্ষেত্রে স্কিনশট নেওয়ার নিয়ম টা জানা দরকার। স্কিনশট নেওয়ার পর এর অতিরিক্ত বা অপ্রয়োজনীয় অংশ গুলোকে বাদ দিয়ে আপনার পোস্টে ব্যবহার করতে পারবেন। এটার জন্য প্রফেশনাল স্কিনশট এর প্রয়োজন।কোন বিষয় স্কিনশট নিয়ে ওই ভাবেই পোস্টে পাবলিশ করলে দেখতে খুবই বাজে লাগে এবং পাঠকরাও এতে বিরক্ত হতে পারে।
তাই ফ্রিল্যান্সিং বাংলা কনটেন্ট রাইটিং এর মধ্যে প্রফেশলান স্কিনশট দিবেন এতে আপনার আর্টিকেলটি আরও সুন্দর দেখতে লাগবে। মূলত যে আংশটুকু আপনার আর্টিকেল এর জন্য প্রয়োজন শুধু সেই টুকু রেখে ইমেজটির বাকি অপ্রয়োজনীয় আংশ কেটে দিবেন। আশা করছি স্কিনশট নেওয়ার নিয়ম টা বুঝছেন।
আর্টিকেল লিখে আয় করার সাইট
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরে ডিজিটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় স্কিল হলো আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং। জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিং সেক্টরে আনেক গুলো কাজ রয়েছে তার মধ্যে কন্টেন্ট রাইটিং হলো একটি। মার্কেটিং প্লার্টফর্মে এখন সব জায়গায় কন্টেন্ট রাইটিং টা দরকার হয়।
বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জব রয়েছে ফ্রিল্যান্সিং এ। এই অনেক ধরনের কাজের মধ্যে কন্টেন্ট রাইটিং এর চাহিদা ব্যপক। শুধু বাংলা কন্টেন্ট না যারা ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করছে বা তারা আরও ভালো ইনকাম করার সুযোগ পাচ্ছে।
বাহিরের দেশ গুলোর বায়ার বা ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য ইংরেজিতে দক্ষতা ব্যপক ভূমিকা রাখে। তাছাড়াও যারা ভালো টাইপিং করতে জানে বা লেখালেখি দক্ষতা আছে তারাও কন্টেন্ট লিখে ভালো ইনকাম করছে। কন্টেন্ট লিখে ইনকাম করার মতো অনেক গুলো সাইট রয়েছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে ইনকাম করা সম্ভব যেমন-
অর্ডিনারি আইটি. কম(ordinaryit.com)
গেট পেইড বাংলা(getpaid bangla)
ট্রিকবিডি.কম(tickbd.com)
গ্রাথোর.কম(grathor.com)
জেআইটি.কম.বিডি(jit.com.bd)
আপওয়ার্ক. কম(upwork.com)
ফাইবার.কম(fiver.com)
ফ্রিল্যান্সার.কম(freelancer. Com)
ব্লগার. কম(blogher.com)
কিউরা.কম(quora.com)
বাংলা আর্টিকেল লিখে টাকা আয়
বাংলা আর্টিকেল লিখে অনেক উপায়ে টাকা ইনকাম করা যায়। এখন ঘরে বসেই লেখালেখির কাজ করে ভালো ইনকাম হয়। বিভিন্ন বয়সের মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে এখন শুধু লেখালেখি করে প্রতিষ্ঠিত হচ্ছে।
চলুন এবার আর্টিকেল লিখে ইনকাম করা যায় কোন কোন মাধ্যম থেকে সেগুলো দেখে নিন
- ফিল্ম, মিউজিক, গেইম, গল্প ইত্যাদি এগুলো নিয়ে আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন।
- লেখালেখি করে গুগল এডসেন্স থেকে হ্যান্ডসাম আনিং করা যায়। তবে এই ভাবে ইনকাম করার জন্য একটু সময় আর ধৈর্য লাগে।
- আবার কন্টেন্ট লিখে বিক্রি করেও ইনকাম করা যায়। অনেকেই আছেন যারা কন্টেন্ট কিনতে চায়,আপনি চাইলে এই ভাবেও টাকা ইনকাম করতে পারেন।
- অন্য কোন ওয়েবসাইট এ লেখালেখির জব করেও টাকা ইনকাম করতে পারবেন।
- ফ্রিল্যান্সিং সেক্টরে কন্টেন্ট লেখালেখির কাজ করে টাকা ইনকাম করতে পারেন। যেমন - ফাইবার ডট.কম
- একটি আর্টিকেল লেখার ওয়েবসাইট তৈরি করে তারপর বিক্রি করেও আপনি ভালো ইনকাম করতে পারবেন। ওয়েবসাইট টা অবশ্যই রেডি থাকতে হবে মানে বিভিন্ন পোস্ট পাবলিশ করা থাকবে এমন।
- আর্টিকেল রাইটিং কোর্স করিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তবে এই ভাবে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে দক্ষ রাইটার হতে হবে।
- আর্টিকেল এর মধ্যে লোকাল এড দেখানোর মধ্যেমে ইনকাম করতে পারবেন।
- বিভিন্ন কোর্স সেন্টার এ আর্টিকেল লেখার কাজ করেও আপনি ইনকাম করতে পারবেন।
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
- ব্যাংক লিংক সেল থেকে আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন।
- লেখালেখি করে ব্লগিং এর মাধ্যমে ভালো ইনকাম করতে পারবেন। এটার জন্য আপনার ভালো লেখার দক্ষতা থাকতে হবে সাথে কম্পিউটার ও ভালো ইন্টারনেট ব্যবস্থা।
- আপ ওয়াক, ফাইবার, গুরু. কম ইত্যাদি এই সব সাইটে লেখালেখির করে আমরা ইনকাম করতে পারি। নিজের একটা প্রোফাইল তৈরি করে এই সব সাইটে খুব সহজেই কাজ করা যায়।
- অনলাইনে কিছু ওয়েবসাইট আছে শুধুমাত্র বাংলা কনটেন্ট রাইটিংরা ওই সব সাইটে কাজ করে।আপনি চাইলে এগুলো তে কাজ করেও ইনকাম করতে পারবেন।
- বিভিন্ন ডিজিটাল মার্কেটিং করেও আপনি ইনকাম করতে পারবেন কন্টেন্ট লিখে।
- অনলাইন, ম্যাগাজিন ও নিউজপোর্টাল এই সব সাইট থেকেও কন্টেন্ট লিখে ইনকাম করা যায়।
- বিভিন্ন ফেসবুক পেজের জন্য লেখালেখি করে ইনকাম করতে পারবেন। এই সব গুলো সাইট থেকেই আপনি ইনকাম করতে পারবেন তবে তার জন্য লেখালেখির উপর দক্ষতা থাকতে হবে আপনার।
বাংলা আর্টিকেল লেখার কৌশল
আপনার আর্টকেলটি আরও সুন্দর ও আকর্ষনীয় করতে হলে কিছু কৌশল বা টিপস ফলো করুন। এতে আপনার আর্টিকেল টি পাঠকদের কাছে আরোও ভালো লাগবে। প্রথমেই যে কাজ টা করবেন তা হলো অপ্রাসঙ্গিক বিষয় গুলো থেকে বিরত থাকুন। আর্টিকেল বড়ো করার জন্য অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে লিখবেন না।শুধু মাত্র যে টপিক নিয়ে আর্টিকেল লিখবেন সেই টপিক এর বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরুন।
দ্বিতীয় টিপস অন্য কোন ওয়েবসাইট থেকে কন্টেন্ট দেখে দেখে ঘুড়িয়ে পেচিয়ে নিজের ওয়েবসাইট এ লিখবেন না। নিজে নতুন কিছু লিখার চেষ্টা করবেন। তবে এটা করতে পারেন অনেক গুলো ওয়েবসাইট এ পোস্ট দেখে সব গুলো থেকে একটা idea নিয়ে নতুন কিছু যোগ করে লিখতে পারেন।
তৃতীয় কৌশল বা টিপস হলো অনেক রিসার্চ করুন। রিসার্চ করে সব ইনফরমেশন গুলো একত্রে করে একটি বড়ো ইউনিক কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন।এতে হবে কি আপনার আর্টিকেল এর মধ্যে বেশি ইনফরমেশন যোগ হবে যা গুগলে র্যাংক করাতে সাহায্য করবে এবং আপডেট করার চেষ্টা করুন আপনার কন্টেন্ট কে। আর্টকেল এর মধ্যে মাধুর্য আনতে চাইলে টিপস বা কৌশল গুলো ফলো করুন।
শেষ কথাঃ বাংলা আর্টিকেল লিখার নিয়ম
আজকে বাংলা আর্টিকেল লিখার নিয়ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য গুলো দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের বুঝতে বা সুবিধার্থে নিয়ম গুলো প্রতিটি ধাপে ধাপে ভাগ করে লিখেছি।বাংলা আর্টিকেল লেখার নিয়ম সহ বিস্তারিত প্রয়োজনীয় আরও টিপস দেওয়ার চেষ্টা করেছি। তাই আপনি যদি বাংলা লেখালেখির মাধ্যমে ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান তবে নিয়ম গুলো ফলো করুন।
প্রিয় পাঠক, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি বা শিখেছি তা থেকেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি নিয়ম সহ প্রয়োজনীয় তথ্য গুলো সুন্দর ভাবে বুঝেছেন এবং আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। একটি মানসম্মত ও আকর্ষনীয় আর্টিকেল পাঠকদের মনযোগ বাড়াতে সাহায্য করে। তাই আপনিও নিয়ম গুলো মানুন সুন্দর কন্টেন্ট লিখুন।
লানিং টিপস ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url